Header Ads

অখণ্ড ভারত দিবস পালন বিহাড়ায়

বি.এম. শুক্লবৈদ্য, বিহাড়া : ১৪ আগষ্ট দিনটিকে অখণ্ড ভারত দিবস হিসাবে পালন করা হল বিহাড়ায়। বিহাড়া অঞ্চলে সংঘ পরিবার ভক্ত সংঘটনগুলির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয় অনুুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রথমে ছিল ভারত মাতার পূজন, পরে অখণ্ড ভারতের মানচিত্র প্রদর্শন ও বক্তৃতা। অনুুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি মিলন দাস। তিনি সময়ে সময়ে ভারতবর্ষের পরিসীমা সংকুচিত হওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ইতিহাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'আমাদের প্রাচীন ভারতের ইতিহাস বারবার স্মরণ করার প্রয়োজন আছে। আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার দরুন আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে।' তিনি আরও বলেন যে, 'সেই দিন আর দূর নয় যেদিন ভারতবর্ষ আবার পূর্ণ গৌরবে বিশ্বের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা লাভ করবে।' এদিনের অনুষ্ঠানে অমৃতবচন ও একটি সমবেত সংগীত পরিবেশন করে বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রীরা। শেষে রাষ্ট্রগীতের মাধ্যমে অনুুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিভিপি বিহাড়া শাখার সভাপতি প্রদীপ গোস্বামী, বনমালী শুক্লবৈদ্য, নিবাস দাস, মনোজিৎ গোস্বামী, হীরক চক্রবর্তী, রতন চক্রবর্তী, সুজিত দে, রঞ্জয় ধর প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.