Header Ads

লোকসভায় অধীর চৌধুরী বক্তব্যের জেরে অস্বস্তিতে কংগ্রেস

নয়া ঠাহর প্রতিবেদন : লোকসভায় মঙ্গলবার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের জেরে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। অধীরের বক্তব্য ছিল, জম্মু কাশ্মীর কোনওভাবেই অভ্যন্তরীণ বিষয় নয় , আলোচনার মাধ্যমে এর সমাধান বের করা উচিত ছিল । ১৯৪৮ সাল থেকে জম্মু কাশ্মীর রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে রয়েছে। আমরা সিমলা চুক্তি সই করেছি। লাহোর চুক্তিও রয়েছে। দুটোই দ্বিপাক্ষিক বিষয়।একতরফা সিদ্ধান্ত নেওয়া হল কি করে? 
অধীর এই বিষয়ে কিছুদিন আগে করা বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্য তুলে ধরেন। জয়শংকর বলেছিলেন, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। অধীর বলেন, কংগ্রেস জানতে চায়, কাশ্মীর কি এখনও অভ্যন্তরীণ বিষয় ?
লোকসভায় দাঁড়িয়ে অধীরের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই কংগ্রেস অস্বস্তিতে পড়ে যায়। অধীরের বক্তব্য শুনে বিরক্ত সোনিয়া গান্ধীকে পিছনের সারিতে বসে থাকা রাহুল গান্ধীর দিকে ক্ষুব্ধভাবে কিছু ইঙ্গিত করতে দেখা যায়। সংসদেই সোনিয়া গান্ধী জানিয়ে দেন, অধীরের এই মন্তব্য কংগ্রেস অনুমোদন করছে না। এতে স্পষ্ট হয়, কংগ্রেসের নেতৃত্বের সংকট। বোঝা যায় কংগ্রেসের নিজেদের মধ্যেই সঠিক হোমওয়ার্ক হয়নি কাশ্মীর ইস্যুতে । 
অমিত শাহ কংগ্রেসের এই অবস্থায় কংগ্রেসকে খোঁচা দিত ছাড়েননি। তিনি বলেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এ বিষয়ে কংগ্রেস বিজেপিকে আগ্রাসনের খোঁচা দিতেই অমিত শাহ বলেন, 'জান দে দেঙ্গে' কাশ্মীরের জন্য ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.