প্ৰয়াত প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের জীবনী এবং রাজনৈতিক কেরিয়ার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সুষমা স্বরাজের জন্ম ১৯৫২ সালের পঞ্জাবের আম্বালা কেন্টনমেন্টে। ২০১৯ সালের ৬ আগস্ট নয়াদিল্লির এইমস-এ হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
তিনি একজন ভারতীয় দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ এবং সুপ্ৰিম কোৰ্টের সাবেক আইনজীবী। ভারতীয় জনতা পাৰ্টির একজন সিনিয়র নেতা ও সাবেক সভাপতি। তিনি ২০১৪ সালের ২৫ মে থেকে ভারতের বিদেশমন্ত্ৰীর দায়িত্ব পালন করেছেন। ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় নারী হিসেবে এই দফতরের দায়িত্ব সামলেছেন। তিনি লোকসভার সংসদ সদস্য হিসেবে ৭ বার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসেবে ৩ বারা নিৰ্বাচিত হয়েছেন। ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের মন্ত্ৰীসভার সৰ্বকনিষ্ঠ মন্ত্ৰী হয়েছিলেন। ১৯৯৮ সালে ১৩ অক্টোবর থেকে একই বছরের ৩ ডিসেম্বর পৰ্যন্ত তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্ৰী হিসেবে দায়িত্ব পালন করেন।
ছবি, সৌঃ আন্তর্জাল
তাঁর স্বামী স্বরাজ কৌশল একজন সুপ্ৰিম কোৰ্টের অভিজ্ঞতাসম্পন্ন অপরাধ মামলার আইনজীবী। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সালে পৰ্যন্ত মিজোরামের রাজ্যপালের পদে ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ পৰ্যন্ত সংসদের সদস্যও ছিলেন। তাঁদের একমাত্ৰ মেয়ে বাঁশুরি স্বরাজ অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্ৰি অৰ্জন করেছেন। সেইসঙ্গে আইনজীবীও।
সুষমা স্বরাজ ১৯৭৩ সালে সুপ্ৰিম কোৰ্টে আইনজীবী হিসেবে প্ৰ্যাকটিস শুরু করেন। তার আগে তিনি ১৯৭০ সালে ছাত্ৰনেতাও ছিলেন।
১৯৭৭-৮২ এবং ১৯৮৭-৯০ সালে তিনি ১৯৭৭-৭৯ সালে হরিয়ানা বিধানসভার সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন। হরিয়ানার শ্ৰম এবং কৰ্মসংস্থান বিভাগের ক্যাবিনেট মন্ত্ৰী ছিলেন। ১৯৮৭-৯০ সালে হরিয়ানায় শিক্ষা, খাদ্য, সামরিক সরবরাহ বিভাগের ক্যাবিনেট মন্ত্ৰী ছিলেন। ৩ বছর পৰ্যন্ত হরিয়ানার স্পিকার পদে নিযুক্ত ছিলেন।
১৯৭০ সালে সুষমা স্বরাজ নিজের রাজনৈতিক জীবনের কেরিয়ার শুরু করেন অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদ-এর মধ্য দিয়ে। তাঁর স্বামীর সঙ্গে স্যোশালিস্ট নেতা জৰ্জ ফাৰ্নান্ডেজ-এর সম্পৰ্ক ভাল ছিল। সেই সুবাদে ১৯৭৫ সালে তিনি জৰ্জ ফাৰ্নান্ডেজ-এর আইনি প্ৰতিরক্ষা দলের মধ্যে একজন ছিলেন।
১৯৯০ সালে সুষমা স্বরাজ রাজ্যসভার সদস্য হিসেবে নিযুক্ত হন। ১৯৯৬ সালে সুষমা তথ্য এবং সম্প্ৰচার বিভাগের ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্ৰী ছিলেন। ১৯৯৮ সালে ১২তম লোকসভা সদস্য হিসেবে ফের নিৰ্বাচিত হন। পাশাপাশি ১৯৯৮ সালের ১৯ মাৰ্চ থেকে ২ অক্টোবর পৰ্যন্ত তিনি টিলিকমিউনিকেশন-এর দায়িত্ব সামলান। সুষমা ২০১৪ সালের ২৬ মে থেকে ২০১৯এর ৩০ মে পৰ্যন্ত বিদেশ মন্ত্ৰীর পদ সামলেছেন। হরিয়ানা বিধানসভায় তিনি খুব ভাল বক্তা ছিলেন। তার জন্য তাঁকে সম্মানিত করা হয়। ১৯৯৮ সালে তিনি ১৩ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পৰ্যন্ত তিনি দিল্লির মুখ্যমন্ত্ৰী পদে ছিলেন।
তিনি একজন অভিজ্ঞতাসম্পন্ন ভারতীয় রাজনীতিবিদ, ভাল বক্তা এবং ভাল মানুষ ছিলেন। মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে তিনি যোগাযোগ সূত্ৰ তৈরি করতে পারতেন। সেজন্য তিনি ভারতের রাজনীতিতে চিরকাল স্মরণীয় এক উজ্জ্বল নক্ষত্ৰ হয়ে থাকবেন।
কোন মন্তব্য নেই