সুষমার বাসভবনে তাঁকে শেষ শ্ৰদ্ধা জানালেন রাষ্ট্ৰপতি, প্ৰধানমন্ত্ৰী সমেত বিভিন্ন নেতামন্ত্ৰী
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্ৰয়াত প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার রাতে দিল্লির এইমস-এ হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছে আন্তৰ্জাতিক মহলও। প্ৰয়াত প্ৰাক্তন বিদেশমন্ত্ৰীকে শেষ শ্ৰদ্ধা জানালেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। শ্ৰদ্ধা জানালেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্ৰপতি বেঙ্কাইয়া নাইডু। বুধবার সকাল থেকেই সুষমার বাড়িতে ভিড় জমিয়েছেন নেতারা।
ছবি, সৌঃ এএনআই
রাজনৈতিক প্ৰখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্ৰিয় নেত্ৰীকে একবার দেখতে ভিড় জমিয়েছেন তাঁর বাসভবনে। সুষমার প্ৰয়াণে দুদিনের শোক পালনের কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। বুধবার সকালে বিজেপি নেত্ৰীকে শেষশ্ৰদ্ধা জানান প্ৰবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। তাঁর মেয়ে প্ৰতিভা আডবাণী সুষমাকে শেষ শ্ৰদ্ধা জানান।
বিজেপির কাৰ্যকরী সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন, দুপুরে দলের সদর দফতরে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ। বিকেল ৩ টে পৰ্যন্ত সেখানে রাখা হবে। তারপর শেষ কৃত্যের জন্য লোধী রোডে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ।
বিজেপির কাৰ্যকরী সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন, দুপুরে দলের সদর দফতরে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ। বিকেল ৩ টে পৰ্যন্ত সেখানে রাখা হবে। তারপর শেষ কৃত্যের জন্য লোধী রোডে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে গতকাল তাঁর শেষ টুইট ছিল এটা। কাশ্মীর নিয়ে এতো বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী। তিনি এর জন্য প্ৰধানমন্ত্ৰীকে অভিনন্দন জানিয়েছেন । তাঁর মৃত্যুতে গোটা দেশের রাজনৈতিক মহলে বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে।
কোন মন্তব্য নেই