কাশ্মীর নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই পাকিস্তানের, মন্তব্য ভয়েস অব করাচির চেয়ারম্যান নাদিম নুসরতের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ পাকিস্তান কাশ্মীরিদের জন্য যে অধিকার দাবি করছে তা আগে নিজের দেশে মোহাজির, বালুচ, পাশতুন ও হাজারাদের দিক। তারপরে কাশ্মীরিদের নিয়ে কথা বলুক। একথা বলেন- আমেরিকা থেকে ভয়েস অব করাচির চেয়ারম্যান নাদিম নুসরত। পাকিস্তানের বিদেশ মন্ত্ৰক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে - তারা রাষ্ট্ৰপুঞ্জ ও অন্যান্য আন্তৰ্জাতিক ফোরামে ভারতের ‘বেআইনি’ কাজের বিরুদ্ধে জনমত তৈরি করবে। এই প্ৰক্ষিতেই মুখ খোলেন নাদিম নুসরত।
নাদিম নুসরত, ছবি, সৌঃ আন্তৰ্জাল
তাঁর বক্তব্য- পাকিস্তান নিজের নাগরিকদেরই মানবাধিকার দিতে পারে না। তাদের কাশ্মীর নিয়ে কথা বলার নৈতিক অধিকার কীভাবে থাকে? তিনি প্ৰশ্ন তোলেন- পাকিস্তান যেমন কাশ্মীরিদের জন্য গণভোটের দাবি তুলেছে, তেমন নিজের দেশেও বিভিন্ন জনজাতিদের এলাকায় গণভোট করাতে রাজি আছে কি? পাকিস্তানের মন্ত্ৰীরা প্ৰায়ই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন। ভারতের মন্ত্ৰীরা যদি মোহাজির, বালুচ বা অন্যান্য অত্যাচারিত জনজাতির নেতাদের সঙ্গে বৈঠক করেন, তাহলে পাকিস্তানের কী প্ৰতিক্ৰিয়া হবে?
প্ৰসঙ্গত, ভারত সরকার কাশ্মীরের স্পেশাল স্টেটাস বিলোপ করার পরেই পাকিস্তানে দাবি উঠেছে, ওই দেশেও প্ৰত্যেকটি জনজাতিকে স্বশাসন দিতে হবে।
প্ৰসঙ্গত, ভারত সরকার কাশ্মীরের স্পেশাল স্টেটাস বিলোপ করার পরেই পাকিস্তানে দাবি উঠেছে, ওই দেশেও প্ৰত্যেকটি জনজাতিকে স্বশাসন দিতে হবে।
কোন মন্তব্য নেই