ভূমিহীন সাংবাদিকদের যাদব চন্দ্র ডেকাকে স্মারক পত্র প্রদান
নয়া ঠাহর প্রতিবেদন : আসামের ভূমিহীন সাংবাদিকদের একটি দল কুঞ্জ মোহন রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার অসম রাজ্যিক গৃহনির্মাণ পরিষদের অধ্যক্ষ যাদব চন্দ্র ডেকার সঙ্গে সাক্ষাৎ করে গুয়াহাটিতে কর্মরত ভূমিহীন সাংবাদিকদের স্বার্থে একটি স্মারক পত্র প্রদান করে।
পরিষদের খালি ফ্ল্যাটগুলি এবং ভবিষ্যতে খালি হওয়া ফ্লাটগুলি প্রদান করার সময় ভূমিহীন সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেন তারা। এর সাথে ১১৭জন সাংবাদিকের একটি তালিকা অর্পণ করা হয়। উল্লেখ্য, এর আগেও সাংবাদিকের একটি দলের হয়ে নয়া ঠাহর ওয়েব পোর্টালের সম্পাদক অমল গুপ্ত, মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে স্মারক পত্র প্রদান করেন।
কোন মন্তব্য নেই