বদরপুর নবীনচন্দ্র কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বদরপুর নবীনচন্দ্র কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল বুধবার।সেদিন সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার সূচনা করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিশীথ রঞ্জন দাস ও বর্তমান অধ্যক্ষ ডঃ মর্তুজা হোসেন আহমেদ।
এই ঐতিহাসিক শোভাযাত্রায় কলেজের নবীন, প্রবীণ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সংস্থা সংগঠন সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ তথা রেলের স্কাউট গাইডের ক্যাডার, এন সি সি এন এস এস ক্যাডার, ভারত বিকাশ পরিষদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ সামিল হন। এ উৎসব চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। এই সুবর্ণ জয়ন্তী উৎসবকে ঘিরে বিভিন্ন কার্যসূচি যেমন, আগামী ১০ আগস্ট আলোচনা সভা। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেতা, মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উৎসবকে ঘিরে রয়েছে বিভিন্ন খেলাধুলা, রক্তদান শিবির, স্মরণিকা উন্মোচন, গুণীজন সংবর্ধনা, দুস্থ মানুষের মধ্যে ফলমূল বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। সবমিলিয়ে এই সুবর্ণ জয়ন্তী উৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সবার উপস্থিতি কামনা করেছেন কলেজ কতৃপক্ষ।
কোন মন্তব্য নেই