Header Ads

সমঝোতার পর পাকিস্তান এবার বন্ধ করল থর এক্সপ্ৰেস

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সমঝোতা এক্সপ্ৰেসের পর এবার পাকিস্তান বন্ধ করল যোধপুর-করাচি থর এক্সপ্ৰেসও। শুধু তাই নয়, বন্ধ করে দিয়েছে লাহোর - দিল্লি বাস পরিষেবা। পাক রেলমন্ত্ৰী শেখ রশিদ আহমেদ শুক্ৰবার এই ঘোষণা করেন। ভারতের বিদেশ সচিব রবীশ কুমার বলেছেন- এটা পাকিস্তানের একতরফা সিদ্ধান্ত। ইচ্ছে করেই দ্বিপাক্ষিক সম্পৰ্ককে ভয়ঙ্কর কর তুলতে চাইছে তারা। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

তাদের সিদ্ধান্তের পুনৰ্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। থর এক্সপ্ৰেস সপ্তাহে একবারই চলে। যাত্ৰীরা পাক সীমান্তে বারমেরের মুন্নাবাও স্টেশনে পৌঁছে হেঁটে এপারের তিহার লিঙ্ক এক্সপ্ৰেস চড়ে ভারতে আসেন। ৪১ বছর চলাচল বন্ধ ছিল। এরপর ২০০৬ সালে ফের চালু হয়েছিল থর এক্সপ্ৰেস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.