Header Ads

হিংসা মুক্ত উপত‍্যকা, গত ছয় দিনে একটিও গুলি চলে নি, অযথা গুজবে কান না দেওয়ার আহ্বান রাজ‍্য পুলিশ প্রধানের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত ৬ দিনে একটিও হিংসার ঘটনা ঘটেনি জম্মু ও কাশ্মীরে। সংবিধানে ৩৭০ ধারা বিলোপের পর উপত‍্যকায় উত্তেজনা ছড়িয়েছিল ঠিকই, তবে এখনও পর্যন্ত হিংসার ঘটনা ঘটেনি। একথা জানালেন রাজ‍্য পুলিশের প্রধান দিলবাগ সিং।
সোমবার ঈদ, তার আগে উপত‍্যকায় মোবাইল, ইন্টারনেট সমেত সমস্ত পরিষেবা সাময়িকভাবে চালু করেছে কেন্দ্র। খুলেছে বাজার হাট, স্কুল কলেজ। তিনি আরও জানিয়েছেন, সোমবার ঈদের জন‍্য আরও কিছু জায়গায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।  দক্ষিণ কাশ্মীরেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
রাজ‍্য এখন হিংসা মুক্ত। অযথা উস্কানিমূলক গুজবে কান দিতে না বলা হয়েছে রাজ‍্য পুলিশের তরফে। 

 শনিবার রাজ‍্যের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় হিংসার খবর পাওয়া গেছে শৌরা এলাকায়। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, একটি সংবাদ মাধ‍্যমে বলা হয়েছে, ১০ হাজার মানুষ নাকি পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স এ এই খবর প্রকাশ হয়েছিল। দাবি করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ‍্যমগুলিতেও। তবে রাজ‍্য পুলিশের তরফে এসব খবর অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, শ্রীনগর বারামুলায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা হয়েছে ঠিকই তবে সেখানে ২০ জনের বেশি মানুষ অংশ নেয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.