Header Ads

'শান্ত'- কাশ্মীরে মানুষজনকে দ্রুত ঘরে ফেরার নির্দেশ

নয়া ঠাহর প্রতিবেদন : পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জম্মু কাশ্মীরে। শনিবার কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেছিলেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ছোটখাটো একটা পাথর ছোঁড়ার ঘটনা ঘটনা ঘটেছিল, কিন্তু তা বড় আকার নেওয়ার আগেই সামলে নিয়েছে পুলিশ প্রশাসন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছিল, উত্তপ্ত রয়েছে কাশ্মীর। শুক্রবার প্রার্থনার পর উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছিল। পথে নামে সাধারণ মানুষ, পুলিশের তরফে গুলি ছর্ররা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এই দাবি উড়িয়ে দিয়ে কাশ্মীরের আইজি এসপি পানি বলেছিলেন, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম উপত্যকায় গুলিচালনার খবর দেখাচ্ছে। তা পুরো ভূয়ো। গত এক সপ্তাহ ধরেই উপত্যকা পুরো শান্তিপূর্ণ ।
প্রশাসনের এই দৃঢ় দাবির পর একদিন কাটতে না কাটতেই , প্রশাসনের তরফে শ্রীনগরে মানুষজনকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভির সূত্র । শুধু তাই নয় দোকানপাটও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.