Header Ads

ফোনে স্ত্ৰীকে ৩ তালাক, তা মানতে না চাইলে স্ত্ৰীর নাকে কেটে দিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ফোনে তিনবার তালাক বলেছিলেন স্বামী। তা মানতে চাননি স্ত্ৰী। স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন স্ত্ৰী। আর তারই প্ৰতিক্ৰিয়ায় স্ত্ৰীর কপালে জুটল মারধর। পেটানো হয় স্ত্ৰীর পরিবারের সদস্যকেও। তাতেও রাগ না কমলে ছুরি দিয়ে এক কোপে মহিলার নাক কেটে দেন শ্বশুরবাড়ির লোকজন। ৩ তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হওয়ার পরও ফোন করে তালাক দেওয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন স্ত্ৰী। 

পুলিশ জানিয়েছে, মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁর বাড়ির কয়েজন গুরুতরভাবে আহত হয়েছেন। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৪৯৮-এ (পারিবারিক হিংসা) এবং বিবাহিত মুসলিম মহিলাদের অধিকার রক্ষা আইন ২০১৯-এর আওতায় কেস দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.