Header Ads

পূৰ্ণ রাষ্ট্ৰীয় মৰ্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্ৰয়াত প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বুধবার বিকেলে দিল্লির লোধি শ্মশানে পূৰ্ণ রাষ্ট্ৰীয় মৰ্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্ৰয়াত প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের। সুষমাকে শেষ শ্ৰদ্ধা জানাতে গিয়ে আবেগপ্ৰবণ হয়ে পড়েন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। তিনি ছিলেন ভারতের সবচেয়ে শ্ৰদ্ধেয় রাজনৈতিক নেত্ৰী। 


 ছবি, সৌঃ এএনআই
প্ৰয়াত নেত্ৰীকে শেষশ্ৰদ্ধা জানান প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি, স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ, বরিষ্ঠ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবানি, মন্ত্ৰী রাজনাথ সিং প্ৰমুখ। মঙ্গলবার রাত ৯টার কিছুক্ষণ পরে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বস ত্যাগ করেন বৰ্ষীয়ান এই নেত্ৰী। সব দলের রাজনৈতিক নেতা, বহু সাধারণ মানুষ সুষমার আকস্মিক মৃত্যুতে শোকপ্ৰকাশ করেন। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ মধ্য দিল্লির যন্তর মন্তর রোডে সুষমার বাসভবনে যান তাঁকে শেষ শ্ৰদ্ধা জানাতে। সুষমার স্বামী স্বরাজ কৌশল ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। উপ রাষ্ট্ৰপতি এম ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহও শ্ৰদ্ধা জানান। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.