Header Ads

৩৫০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে গ্রেফতার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভাগ্নে রতুল পুরি

বিশ্বদেব চট্টোপাধ্যায় : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ-এর ভাগ্নে রতুল পুরিকে ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে। রতুল পুরি ‘মোজারবেয়ার”-এর প্রাক্তন কার্যকারী নির্দেশক ছিলেন। ইডি রতুল পুরি এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এই মামলা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৩৫৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দায়ের করা হয়।
এরপর দিল্লী হাইকোর্ট ১৪ই আগস্টে রতুল পুরিকে ১৯ আগস্ট পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ জারি করেছিল। মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে  রতুল পুরি ৩৬০০ কোটি টাকা অগস্টা হেলিকপ্টার দুর্নীতি মামলায় জড়িত। কিন্তু ইডি এবার তাকে ব্যাঙ্ক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে। এর আগে ইডি আদালতে অভিযোগ জানিয়েছিল, রতুল পুরি অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। রতুল পুরি নিজের বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি মামলা রদ করার জন্য আদালতেও গিয়েছিল।
তদন্তকারী সংস্থাগুলো রতুল পুরির আবেদনের বিরোধিতা করে জানিয়েছিল, তারা রতুল পুরিকে বার বার তলব করেছিল, কিন্তু তিনি হাজির হন নি। পুরির আইনজীবী বজয় আগরবাল জানান, রতুল পুরি তদন্তে সহযোগিতা করতে চান, কিন্তু তদন্তকারী সংস্থা তার প্রতি নিরপেক্ষ নয়। পুরির আইনজীবী বজয় আগরবাল জানান, ‘রতুল ইডির সাথে সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু ইডি ইমেল পাঠিয়ে দুপুর একটায় ডেকে পাঠিয়েছিল, এটা ঠিক করে নি তারা। কোন ব্যাক্তি এত কম সময়ের নোটিশে সাড়া দিতে পারেনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.