চলে গেলেন সঙ্গীত পরিচালক খৈয়াম
নয়া ঠাহর প্রতিবেদন : বলিউডের প্রবীণ সঙ্গীত পরিচালক খৈয়াম চলে গেলেন । সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর ।
' কভি কভি ', 'উমরাও জান', 'ত্রিশূল', 'নুরি', 'শোলা আউর শবনম' সহ বহু বিখ্যাত ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি।খৈয়ামের আসল নাম মহম্মদ জাহুর হাশমি। কিন্তু বলিউড সহ সঙ্গীত প্রেমীদের কাছে তাঁর পরিচিতি ছিল খৈয়াম নামেই ।ফুসফুসে সংক্রমণের জেরে দিন দশেক আগে খৈয়ামকে ভর্তি করা হয়েছিল জুহুর সুজয় হাসপাতালে। সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
২০১১ সালে খৈয়াম দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পান। পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 'কভি কভি ' ও ' উমরাও জান' ছবির জন্য পেয়েছিলেন 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড '। ২০১০ সালে পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
খৈয়ামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খৈয়ামের পরিবারের তরফে জানানো হয়েছে ।
কোন মন্তব্য নেই