পাকিস্তান আইসিইউতে চলে গিয়েছে, কাশ্মীরের কথা ভাবা ছাড়ুন ইমরান', হুঙ্কার শিবসেনার
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে ফের একবার পাকিস্তানকে কড়া ভাষায় বিদ্ধ করল শিবসেনা। এবার দলীয় মুখপত্র 'সামনা' র সম্পাদকীয় থেকে একের পর এক তোপ ইমরান সরকারের বিরুদ্ধে দেগে ‘সামনা’ পাকিস্তানকে কার্যত তুলোধোনা করছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে যাওয়া নিয়েও ইমরানের দিকে তোপ দাগে এই মারাঠি সংবাদপত্র।
শিবসেনার দলীয় মুখপত্র 'সামনা'র তরফে এক সম্পাদকীয়তে বলা হয়েছে, পাকিস্তান নিজের ঘরোয়া পরিস্থিতির জন্য এমনিতেই 'আইসিইউতে চলে গিয়েছে'। ফলে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের উচিতই নয় কাশ্মীর নিয়ে ভাবা। কাশ্মীর প্রসঙ্গ ছেড়ে তিনি অন্য কাজে মন দিন, বলে দাবি করেছে 'সামনা'।
শিবসেনা নিজের দলীয় মুখপত্রে চিনকেও ছাড়েনি। শিবসেনার তরফে এই সম্পাদকীয়তে লেখা হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে যেভাবে পাকিস্তানকে মদত ও সমর্থন দিচ্ছে চিন, তাতে নিজেরই মুখ পুড়িয়েছে তারা। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির প্রসঙ্গকে যেভাবে উস্কানি দিয়েছে তার নিন্দাও করে 'সামনা'।
সম্পাদকীয়তে দাবি করা হয়েছে যে, পাকিস্তান এবার থেকে শুধুমাত্র নিজের দেশের পণ্যের মূল্যবৃদ্ধি , দারিদ্র, একনায়কতন্ত্র নিয়েই ভাবুক। কাশ্মীরিদের যেন উস্কানি দিয়ে পরিস্থিতি অশান্ত করতে না আসে।
কোন মন্তব্য নেই