কাশ্মীরে গ্রেফতার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি
নয়া ঠাহর প্রতিবেদন : অবশেষে সোমবার গ্রেফতার করা হল কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। গ্রেফতার হলেন কাশ্মীর পিপলস কনফারেন্সের দুই নেতা সাজ্জাদ লোন ও ইমরান আনসারি।
রবিবার মধ্যরাত থেকেই এঁরা গৃহবন্দি ছিলেন। মেহবুবা মুফতিকে তাঁর শ্রীনগরের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সরকারি গেস্ট হাউসে। মাত্র ক'দিন আগেই মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার যাতে আগুন নিয়ে না খেলে।
রবিবার মধ্যরাত থেকেই এঁরা গৃহবন্দি ছিলেন। মেহবুবা মুফতিকে তাঁর শ্রীনগরের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সরকারি গেস্ট হাউসে। মাত্র ক'দিন আগেই মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার যাতে আগুন নিয়ে না খেলে।
ওমর আবদুল্লা সোমবার বলেছিলেন, সরকারি সিদ্ধান্তকে তিনি আদালতে চ্যালেঞ্জ জানাবেন । এরপরই গ্রেফতার হন ওমর আবদুল্লা । তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানায়নি প্রশাসন ।
কোন মন্তব্য নেই