Header Ads

পার্ট-টাইমারদের মর্যাদা প্রদান মমতার, এবার থেকে নতুন নামে মিলবে পরিচিতি

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কলেজের আংশিক সময়ের সমস্ত শিক্ষকদের এবার সমমর্যাদা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেতনক্রম চালু করে নতুন পদমর্যাদায় ভূষিত করেন কলেজ শিক্ষকদের। এখন থেকে পার্টটাইম, কন্ট্রাকচুয়াল হোলটাইম, গেস্ট লেকচারার- সবাই হলেন 'স্টেট এডেড কলেজ টিচার'। সেইমতোই বেতনক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।
মমতা বলেন, 'স্টেট এডেড কলেজ টিচার'দের জন্য যে বেতনক্রম ঘোষণা করেছেন, সেখানে দুটি স্তর রয়েছে। তা হল- ইউজিসিজ-র চাহিদামতো যোগ্যতা থাকা আর না থাকা। থাকলে ১০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে যথাক্রমে ৩০ ও ২৬ হাজার টাকা বেতন পাবেন। না থাকলে ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা, ১০ বছরের কম কাজ করলে ১৫ হাজার টাকা বেতন পাবেন।
একইসঙ্গে মমতা পে প্রোটেকশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন। যাঁরা এখনই ওই টাকার থেকে বেশি বেতন পান, তাঁদের পে প্রোটেকশন দেওয়া হবে। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার কলেজের এই অধ্যাপকরা ব্যাঙ্ক থেকে ঋণের সুবিধাও পাবেন। গ্র্যাচুইটিও বাড়বে শিক্ষকদের। প্রতি বছর হবে ইনক্রিমেন্ট। তবে সরকারি নিয়ম মেনে ক্লাস করতে হবে তাঁদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.