নয়াদিল্লিতে ডিমাসা ভবনের শিলান্যাস করেন অমিত শাহ
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার মানুষের দীর্ঘ দিনের আশা এবার পূর্ণ হচ্ছে। দেশের রাজধানীতে এবার তৈরী হবে ডিমাসা ভবন। ১৪৬ কোটি টাকা ব্যয় করে দিল্লির দ্বারকাতে তৈরী করা হবে ডিমাসা ভবন ও কার্বি ভবন। ইতিমধ্যে দিল্লির দ্বারকাতে এরজন্য ভূমি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
সোমবার নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত সাহ ডিমাসা ভবন ও কার্বি ভবনের শিলান্যাস করেন। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের স্বাস্থ্য তথা অর্থ ও পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংসদ হরেন সিং বে উত্তর কাছাড় ও কার্বি-আংলং স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ও তুলিরাম রংহাং। উল্লেখ্য, ডিএইচডি-র সঙ্গে সাক্ষরিত এমওএস-য়ের অধীনে দিল্লির দ্বারকাতে বিশাল ডিমাসা ভবন তৈরি করা হবে।
কোন মন্তব্য নেই