ফর্সা কাশ্মীরি মেয়েদের এবার বিয়ে করতে পারবে যে কেউ, বললেন বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি
নয়া ঠাহর ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কাতাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনির এক মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । ৩৭০ ধারা বিলোপের খুশিতে আয়োজন করা এক অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে বিক্রম সিং সাইনি বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, দলীয় কর্মীরা উচ্ছ্বসিত কারণ তারা এবার ফর্সা কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন । বিজেপি বিধায়কের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিজেপি বিধায়কদের এই বক্তব্য ভাইরাল হওয়ার পর তুঙ্গে উঠে বিতর্ক । সমালোচনায় সরব হন নেটিজেনরা। কিন্তু বিজেপি বিধায়কের কোন হেলদোল নেই,কোনও আক্ষেপও নেই। সমালোচনার মুখে তাঁর উল্টো জবাব, তিনি কিছু ভুল বলেননি । এখন যে কেউ বিয়ে করতে পারে কাশ্মীরি মেয়েদের কোন বাধা ছাড়াই । এটা সত্যি এবং তিনি ঠিক বলেছেন বলেছেন বলে স্পষ্ট জানান । এটা কাশ্মীরবাসীর কাছে স্বাধীনতা । তাই মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানান বিক্রম সিং সাইনি ।
কোন মন্তব্য নেই