Header Ads

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মেহবুবা, অস্থির পরিস্থিতির মধ্যেও নোটিশ ঘিরে সরগরম ভূস্বর্গের রাজনীতি

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর নিয়ে অস্থির পরিস্থিতির মধ্যেই এবার দুর্নীতি দমন শাখার নোটিশ পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। মুখ্যমন্ত্রী থাকার সময় জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে চাকরির নিয়োগ দুর্নীতিতে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
অ্যান্টি কোরাপশন ব্যুরোর তরফে দেওয়া নোটিশে মেহবুবার কাছে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে অবৈধ উপায়ে নিয়োগের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এসিবি-র দেওয়া নোটিশ অনুযায়ী, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের অপসারিত চেয়ারম্যান পারভেজ আহমেদ বেশ কিছু নিয়োগ করেছিলেন মন্ত্রীদের সুপারিশে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। তবে মেহবুবা এসিবির নোটিশ নিয়ে খুব বেশি অবাক নন। মূলধারার নেতানেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ আনা হচ্ছে বলে টুইটে অভিযোগ করেছেন মুফতি।
 এর আগে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন দুর্নীতি হয়েছিল পিডিপি-বিজেপি শাসনের সময়ে। অভিযোগ অনুযায়ী, ব্যাঙ্কের নিয়োগের ৫২৮ তালিকার পরিবর্তন করা হয়েছিল রাজনৈতিক দলের কর্মীদের নাম ঢোকাতে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেছিলেন, প্রায় ৪০ জন আবেদনকারী অভিযোগ করেছিলেন, পরীক্ষা দেওয়ার পর নির্বাচিত তালিকায় নাম থাকলেও, তাদের সরিয়ে রাজনৈতিক কর্মী কিংবা তাদের আত্মীয়দের সেখানে ঢোকানো হয়। 
এরপরেই তিনি বিষয়টি নিয়ে কথা বলেন, ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে। তখন তিনি জানান, ৪০ জন নয়, ৫৮২ জন পরীক্ষায় পাশ করেছিলেন। কিন্তু তাঁদের নির্বাচিত করা হয়নি। পরে গত সপ্তাহে ওই ৫৮২ জন প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.