কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জন্য কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন বামপন্থী নেত্রী শেহলা রশিদ
বিশ্বদেব চট্টোপাধ্যায় : জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা আর জেএনইউএসইউ-এর প্রাক্তন সহ-সভানেত্রী শেহলা রশিদ জম্মু কাশ্মীর-এর পরস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করেছিলেন। শেহলা রশিদের ঐ সব খবরকে নস্যাৎ করে, সমস্ত খবরকে ভুয়ো বলে জানিয়ে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার বয়ানের পর এবার সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব শেহলা রশিদের উপর ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ এনে তাঁর উপর ক্রিমিন্যাল-অফেন্সের মামলা দায়ের করে গ্রেফতারির দাবি জানান।
শেহলা রশিদ রবিবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে লাগাতার ১০টি ট্যুইট করেছিলেন। শেহলা রশিদ নিজের ট্যুইটে দাবি করেছিলেন যে, বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। তিনি লিখেছিলেন, জম্মু কাশ্মীরের মানুষ তাকে বলেছেন যে, কাশ্মীরের সেনা আর পুলিশ রাতে কাশ্মীরিদের বাড়ি ঢুকে বাচ্চাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি বাড়ির খাবারও নষ্ট করে দিচ্ছে তারা।
এই সময় কাশ্মীরের দ্বায়িত্ব প্যারামিলিটারি ফোর্সের হাতে আছে। শেহলা রশিদ ট্যুইট করে লেখেন, শুধুমাত্র একজন সিআরপিএফ জওয়ানের অভিযোগে কাশ্মীর থেকে এক SHO-এর বদলি এই জন্যই করে দেওয়া হয়েছে। এছাড়াও রাতে কাশ্মীরীদের ঘরে ঢুকে বাচ্চাদের তুলে নিয়ে যাওয়ার মিথ্যে অভিযোগ করেছেন শেহলা রশিদ।
শেহলা রশিদ আরও একটি ট্যুইট করে লেখেন, শোপিয়ানে জিজ্ঞাসাবাদের নামে চারজনকে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হয়েছে। শেহলা রশিদের সমস্ত দাবিকে খারিজ করে ভারতীয় সেনা সমস্ত খবরকে ভুয়ো বলে জানিয়েছে। সেনা জানায়, অসামাজিক সংগঠন দ্বারা এরকম অসত্য খবর আর গুজব ছড়িয়ে কাশ্মীরের মানুষকে উসকে দেওয়া চেষ্টা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই