Header Ads

বিশ্ব আলোকচিত্র দিবস : ইতিহাস ও তাৎপর্য

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ছবি হল ১০০০ টি শব্দের প্রতিরূপ। কোনও কিছু বলে বা লিখে যত সহজে বোঝানো যায়, ছবির মাধ্যমে তা আরও সহজে সম্পূর্ণ হয়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। ছবি তোলাটা অনেকের কাছেই একটা ফ্যাসিনেশন বা প্যাশন। কেউ শখে ছবি তোলে আবার কেউ কেউ এটাকে পেশা হিসেবেও বেছে নিয়েছে। ছবি তোলার মধ্য দিয়ে পাগলপ্রেমীরা শহর থেকে শহরতলি সর্বত্রই তাদের ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে। একটি ছবি বুঝিয়ে দেয় হাজার হাজার শব্দকে। আর এই ছবিপ্রেমী মানুষদের জন্য প্রতিবছরই ১৯ অগাষ্ট পালন করা হয় 'বিশ্ব আলোকচিত্র দিবস'। সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে এই দিনটি। এইবছরও বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইদিনটি পালন করা হচ্ছে।
১৮৩৭ সালে লুইস ড্যাগুইর ও নাইসফোর নিপেক ড্যাগুইর টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই সিস্টেমের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার এই ব্যাবহারিক উপায়টি আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। 
১৮৩৯ সালের ১৯ অগাস্ট ফরাসি সরকার প্রথম এইদিনটি বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতিবছরই বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব আলোকচিত্র দিবস। এছাড়াও, শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির যাত্রায় যে সকল মানুষ নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেও এই দিনটি পালন করা হয়। 
বর্তমানে চোখের দ্বিতীয় রূপ হয়ে দাঁড়িয়েছে ক্যামেরা। ক্যামেরা ছাড়া আজকের পৃথিবীকে আমরা কল্পনাই করতে পারিনা। এর মাধ্যমে আমরা আমাদের বিশেষ মুহূর্তগুলোকে বন্দি করে রাখি। ছবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক স্মৃতি ও বক্তব্য শেয়ার করি।
ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কোনও জায়গায় না গিয়েও আমরা ছবি, ভিডিয়োর মাধ্যমে সেই জায়গা সম্পর্কে জানতে পারি, দেখতে পাই। মুহূর্তের মধ্যে কোনও কিছু দেখার, জানার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। মোবাইল থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা যাই হোক না কেন, কম বেশি সবাই ছবি তুলতে ভালোবাসে। আমরা স্বচক্ষে যা দেখি সেটা ক্যামেরার সাহায্যে আমাদের কাছে আরও সুন্দরভাবে প্রকাশ পায়। ক্যামেরার মূল বিন্দু হল লেন্স। এটি ছাড়া ক্যামেরা অচল। আর এই লেন্স তথা ক্যামেরা আামাদের চোখের সামনে তুলে ধরেছে অসংখ্য বিস্ময়কর ছবি ও চলচ্চিত্র। ক্যামেরা এবং ছবি ছাড়া আমরা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে পেতাম না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.