Header Ads

৩৭০ ধারা নিয়ে ভারতে আরেকটি পুলওয়ামা হামলার হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

বিশ্বদেব চট্টোপাধ্যায় : পাকিস্তান কখনো ভারতের অভ্যন্তরীণ মামলায় নাক গলানো বন্ধ করবে না। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদের সংযুক্ত অধিবেশনে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দেন। ইমরান সংসদের অধিবেশনের সময় ভারতকে হুমকি দিয়ে বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানোর ফলে আবারও পুলওয়ামার মতো ঘটনা ঘটবে। উনি বলেন আমরা এই মামলা সংযুক্তরাষ্ট্র পর্যন্ত নিয়ে যাব। আমরা আন্তর্জাতিক মঞ্চে জানাব, বিজেপির মুসলিম বিরোধী বিচারধারার জন্য ভারতে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে।
ইমরান খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘকে জম্মু কাশ্মীরের এই সমস্যার জন্য দায়ি করেছেন। উনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে সমস্ত নাগরিকদের সমান অধিকার দিচ্ছে না বিজেপি সরকার। উনি মোহম্মদ আলী জিন্নাহ এর নাম নিয়ে বলেন, ‘মোহম্মদ আলী জিন্নাহ আগেই বলে দিয়েছিলেন যে, অবিভাজিত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতীয় মুসলিমদের বন্দি বানিয়ে ফেলবে।” পাকিস্তানের তরফ থেকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার চরম নিন্দা করা হচ্ছে। পাকিস্তান জানায়, তাঁরা এটার বিরুদ্ধে বিশ্বে যথাসাধ্য প্রচারের চেষ্টা চালাবে। এটা ভারতের অবৈধ পদক্ষেপ।
সংযুক্ত রাষ্ট্র আর আমেরিকা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার মোদী সরকারে সিদ্ধান্তে পাকিস্তান আর আর ভারতের মধ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। আমেরিকা বলেছে, জম্মু কাশ্মীর নিয়ে এই মামলায় আমরা নজর রেখেছি। এর সাথে সাথে নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রালয়-এর মুখপাত্র মর্গান ওর্টাগস পাকিস্তানের নাম নিয়ে বলেন, আমরা সমস্ত পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.