Header Ads

শ্রীকোণায় ভূমি পূজন, মিনি সচিবালয়ের কর্মারম্ভ

সানি রায়, শিলচর : বহু প্রতীক্ষিত বরাক উপত্যকার মিনি সচিবালয়ের কর্মারম্ভ আজই শুরু হল।শ্রীকোণাস্থিত  এলাকায় বরাক উপত্যকার পনেরো বিধায়ক এবং দুই সাংসদ সহ রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী এবং তিন জেলাশাসকের উপস্থিতিতে এবং প্রায় হাজারের অধিক জনতাকে সাক্ষী করেই শুভ ভূমি পূজন অনুষ্ঠান আয়োজিত হয়। বরাক-ব্রক্ষ্মপুত্রের সম্মনয় তথা সুসম্পর্ক ও উন্নয়ন তরাম্বিত করতেই এহেন মিনি সচিবালয় বিশেষ প্রয়োজন হওয়ায় সেই প্রয়োজন পরিপূরণে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর বিজেপি সরকার, বলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.