Header Ads

এনআরসি প্ৰক্ৰিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়ঃ ৩ দিনের বাংলাদেশ সফরে গিয়ে একথা বললেন বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  অসমে অবৈধ অনুপ্ৰবেশকারীর সনাক্তকরণের জন্য এনআরসি প্ৰক্ৰিয়া পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে সাংবাদিকদের করা প্ৰশ্নের জবাবে একথা বলেন ভারতের বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর। সোমবার রাতে তিন দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর। বাংলাদেশের শাহজালাল আন্তৰ্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী এ কে আব্দুল মোমেন। 

 ছবি, সৌঃ আন্তর্জাল

 মঙ্গলবার বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর বলেছেন- দুই দেশের জন্য লাভজনক হয়- এমনটা বিবেচনায় নিয়ে ৫৪টি নদীর জলবন্টনের বিষয়ে একটি ফৰ্মুলা বের করতে ভারত-বাংলাদেশ রাজি হয়েছে। এদিন বাংলাদেশের বিদেশমন্ত্ৰী আবুল কালাম আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। এদিন দুই দেশের বিদেশমন্ত্ৰীর মধ্যে রোহিঙ্গিয়া সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়াও আলোচনায় তিস্তা নদীর জলবন্টন নিয়ে কোনও অগ্ৰগতি হয়েছে কি না, তা জানতে চাইলে জয়শঙ্কর বলেন- ‘এ ব্যাপারে আমাদের একটি প্ৰতিশ্ৰুতি রয়েছে। এর কোনও পরিবৰ্তন হয়নি।’

প্ৰসঙ্গত, আগামী ৩১ আগস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ পেতে চলেছে। তার কিছুদিন আগে বিদেশমন্ত্ৰীর এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূৰ্ণ বলে মনে করা হচ্ছে। গত বছর নাগরিকপঞ্জির খসড়া প্ৰকাশের পর ৪০ লক্ষেরও বেশি লোকের নাম তালিকা থেকে বাদ গেছে। চূড়ান্ত তালিকা প্ৰকাশের পর তালিকা থেকে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়বে তাতে কোনও সন্দেহ নেই। তালিকা থেকে বাদ যাওয়া লোকগুলির সঙ্গে কি করা হবে, তারা কোথায় যাবে, সরকারি সমগ্ৰ সুযোগ সুবিধা থেকে তারা কি বঞ্চিত হবে এইসব প্ৰশ্নের উত্তর কিন্তু আজও সকলের অজানা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.