Header Ads

পাকিস্তানে স্বাধীনতা দিবসের দিনই পরাধীনতা থেকে মুক্তির দাবি বালোচদের, অস্বস্তিতে ইমরান সরকার

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বালোচিস্তান নিয়ে বারবার পাকিস্তানকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বালোচ নেতারা পাকিস্তানের হাত ছেড়ে ভারতের সঙ্গে মিশতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তা নিয়ে বালোচিস্তানে বিক্ষোভ-হানাহানি কম হয়নি বা হচ্ছে না। ১৯৪৮ সালে বালোচিস্তানের দখল নিয়েছিল পাকিস্তান। তারপর থেকে চলছে আন্দোলন।
স্বাধীনতার পর বালোচিস্তানে সংসদ তৈরি হয় - হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস। সেখানে পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হয়। তবে তা সর্বসম্মতভাবে খারিজ হয়। 
পরে পাকিস্তান অন্যায়ভাবে বালোচিস্তান দখল করে ও প্রশাসনের মাথায় থাকা কর্তাদের। তারপর থেকেই চলছে সংগ্রাম। ১৯৯৬ সালে বালোচ নেতা হিরবায়ির মাররি বালোচ সংগ্রাম শুরু করেন। এখন তাঁরা মনে করছেন, ভারত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা এনে দিতে পারে বালোচিস্তানকে। গত কয়েকদিন ধরেই #BalochistanSolidarityDay ও #14AugustBlackDay এই দুটি হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে থাকা বালোচরা প্রকাশ্যে প্রতিবাদী হয়ে উঠেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.