জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ঘোষণার খবর প্ৰকাশের পর অসমের বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের প্ৰতিক্ৰিয়া
অনুচ্ছেদ ৩৭০ প্ৰত্যাহার এবং জম্মু-কাশ্মীর এবং লাডাখকে নতুন কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষিত হওয়া আমার সুদীৰ্ঘকালের রাজনৈতিক জীবনের জন্য ঐতিহাসিক দিন।
অনুচ্ছেদ ৩৭০র বিরোধিতা করেই আমার রাজনৈতিক এবং সামাজিক জীবন আরম্ভ হয়েছিল। কংগ্ৰেস আমলের এক ঐতিহাসিক প্ৰতারণার আজ ঐতিহাসিক সংশোধন করা হল । জম্মু ও কাশ্মীরে এখন থেকে না থাকবে আলাদা সংবিধান এবং আলাদা পতাকা। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এক দেশ, এক বিধান এবং এক পতাকার স্বপ্ন বাস্তব রূপ পেলো। আমি সর্বদা বিশ্বাস করে আসছিলাম দেশের অখণ্ডতার জন্য এধরণের স্বৰ্ণোজ্জ্বল মুহূর্ত বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলেই সম্ভব । আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্ত মহান ঐতিহ্যের আমাদের এই দেশ ভারতবৰ্ষকে কোটি কোটি মানুষের সমউন্নয়নের বাণীর মাধ্যমে এক সংবিধানের ভিত্তিতে , এক পতাকার নীচে সমবেত করে ভারতকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একধাপ এগিয়ে দিয়েছে ।
পরিমল শুক্লবৈদ্য
মন্ত্ৰী, আসাম সরকার ।
কোন মন্তব্য নেই