Header Ads

জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করবে রিলায়েন্স, সংস্থার বার্ষিক সাধারণ সভায় ঘোষণা চেয়ারম্যান মুকেশের


য়া ঠাহর ওয়েব ডেস্কঃ খুব শীঘ্রই নবগঠিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স। সোমবার রিলায়েন্স এর ৪২তম সভায় একথা জানান  সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি আরো জানান, ''দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিনিয়োগের বিষয়টি দেখার জন‍্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে। 

 ছবি, সৌঃ আন্তর্জাল
৩৭০ ধারা বিলোপের সঙ্গে সঙ্গে  জম্মু ও কাশ্মীরে বিশেষ সাংবিধানিক মর্যাদা উঠে গেছে। তারপরই প্রধানমন্ত্রী কেন্দ্র শাসিত অঞ্চল দুটিতে বিনিয়োগের জন‍্য শিল্পগোষ্ঠীগুলিকে আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, চলচ্চিত্র, পর্যটন এবং খাদ‍্য প্রক্রিয়াকরণ শিল্পে সরকার বিশেষ নজর দেবে। তারপর রিলায়েন্স চেয়ারম্যান এর এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.