২৪ আগস্ট গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘এন ইভিনিং উইথ কিশোর দা’ শীৰ্ষক অনুষ্ঠান
নয়া ঠাহর প্ৰতিবেদন, মালিগাঁওঃ কিশোর প্ৰেমীদের জন্য আনন্দ সংবাদ। আগামী ২৪ আগস্ট শনিবার সংগীত জগতের হাৰ্টথ্ৰব কিশোর কুমার, তাঁর গাওয়া গানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করতে চলেছে কিশোর প্ৰেমী বেসরকারী সংগঠন ‘কিশোর কুমার ফ্যানস ফোরাম’। ‘এন ইভিনিং উইথ কিশোর দা’ শীৰ্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে গুয়াহাটির মালিগাঁওয়ের কৰ্মশ্ৰী হিতেশ্বর শইকিয়া প্ৰেক্ষাগৃহে।
এদিনের অনুষ্ঠানের অন্যতম আকৰ্ষণ কলকাতার সংগীত শিল্পী সোমনাথ মুখাৰ্জি। এছাড়াও পাণ্ডু তথা মালিগাঁও অঞ্চলের প্ৰখ্যাত কন্ঠশিল্পীরা কিশোর কুমারেরই গাওয়া গানের মাধ্যমে শিল্পীকে শ্ৰদ্ধা জানাবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন ফোরাম-এর সাধারণ সম্পাদক রূপম চক্ৰবৰ্তী।
কোন মন্তব্য নেই