Header Ads

এ কে-৪৭ উদ্ধার বিহারে এমএলএ-র বাড়িতে

নয়া ঠাহর প্রতিবেদন : বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিং-এর পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে এ কে ৪৭ রাইফেল। তবে নির্দল প্রার্থী অনন্ত সিং-এর পালটা অভিযোগ, গত লোকসভা ভোটে তাঁর স্ত্রী ইউনাইটেড জনতা দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর থেকে পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
পুলিশ বলেছে, আইন মেনেই এই তল্লাশি চালানো হয়েছে। বাড়িতে এ কে ৪৭ রাইফেল ও অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র ছিল। সেগুলোও পরীক্ষার জন্য পাটনো হয়েছে।
অনন্ত সিং মোকামায় স্ট্রংম্যান বলে পরিচিত। তিনি একজন গ্যাংস্টার ছিলেন। গত মে মাসে লোকসভা ভোটে তাঁর স্ত্রী নীলম সিং জেডিইউ-এর লালন সিং-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। নীলম অবশ্য জিততে পারেননি। অনন্ত সিং বলেন, আমার স্ত্রী লালন সিং-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে আমাকে ফাঁসানো হচ্ছে।
তাঁর কথায়, 'আমার বাড়িতে তল্লাশি হয়নি। ১০০ জন পুলিশ মিলে বাড়ি ভেঙে দিয়েছে। আমাকে কেউ নোটিশ দেয়নি। আমার কোনও সম্পত্তিও বাজেয়াপ্ত করেনি। তারা আমার বাড়িতে ভাঙচুর করেছে।' তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.