Header Ads

ভারত পাকিস্তানের সাথে আলোচনায় বসতে রাজি, তবে আলোচনা হবে শুধু পক নিয়ে, জম্মু-কাশ্মীর নয়

বিশ্বদেব চট্টোপাধ্যায় : আজ দেশের প্রতিরক্ষামন্ত্রী এমন কঠোর বিবৃতি দিয়েছেন যা শুনে পাকিস্তানে কম্পন শুরু হয়ে গেছে। পাকিস্তান ইতিমধ্যে যা আশঙ্কা করছিল, তাই এখন ভারতের তরফ থেকে শুনতে পাচ্ছে। এতদিন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক কথা হলে শুধুমাত্র জম্মু-কাশ্মীর নিয়ে হতো। পাকিস্তান প্রত্যেকবার জম্মু-কাশ্মীরের ইস্যুতেই ভারতের সাথে বৈঠকে বসতো। বৈঠকে লাভ কিছুই হতো না, বরং ভারতের জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান নাক গলাতো। আজ রাজনাথ সিং বলেছেন, এবার পাকিস্তানের সাথে কখনো কথা হলে জম্মু-কাশ্মীর নয় শুধু পক নিয়ে হবে।
পক জম্মু-কাশ্মীর তথা ভারতেরই এক অংশ। নেহেরুর কিছু ভুলের কারণে ওই অংশ পাকিস্তানের কব্জায় চলে যায়। হরিয়ানায় পঞ্চকুলাতে এক ভাষণ দিতে গিয়ে এই কথা জানান রাজনাথ সিং। যদি পাকিস্তান ও ভারতের মধ্যে ভবিষ্যতে কোন আলোচনা হয়, তবে কেবল পক নিয়েই কথা হবে।  জম্মু-কাশ্মীর নিয়ে আর কোনও আলোচনা হবে না। জম্মু-কাশ্মীর আর বৈঠকে আলোচনার এজেন্ডায় থাকবে না।
রাজনাথ সিং আরও বলেছেন যে পাকিস্তান যখন আতঙ্কবাদের অবসান ঘটাবে তখন কথা হবে এবং কেবল পক নিয়ে কথা হবে। পাকিস্তান ভারতের থেকে কতটা ভয় পায় সেটা একটা মাত্র বিষয় থেকেই আন্দাজ করা যায়। তা হলো--পাকিস্তান এখন আর পরমাণু আক্রমণ করার ভয় দেখাচ্ছে না। শুধু এই নয়, ১৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেন যে, মোদীর পরবর্তী টার্গেট পক অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছিলেন যে মোদী বালাকোটের চেয়ে পক-এ আরও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.