Header Ads

কোচবিহারে তৃণমূলের জনসংযোগে বিজেপি নেতা-বিধায়কের আবেদনে 'সহমত'

বিশ্বদেব চট্টোপাধ্যায় : একদিকে যেমন কোচবিহারে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংসঘর্ষ চলছে, ঠিক অন্যদিকে বেশ কিছু প্রশংসাসূচক ঘটনাও ঘটছে। তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচিতে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে দেখা গেল বিজেপি নেতার বাড়িতে যেতে। সেখানে বিজেপি নেতা তৃণমূল বিধায়কের পায়ে হাত দিয়ে প্রণামও করেন।
দিদিকে বলো কর্মসূচিতে নেমে পড়েছে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে ওপর তলার অনেক নেতাই। এব্যাপারে মন্ত্রী বিধায়কদের দায়িত্ব যেন সবার আগে। সেই দায়িত্ব পালন করতেই এগিয়ে গিয়েছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। শনিবার তিনি একনম্বর ব্লকের চাঁদামারি এলাকায় যান। সেখানে তিনি বিজেপি যুব মোর্চার নেতা গৌতম মণ্ডল এবং স্থানীয় বিজেপি নেতা জগদীশ মোদকের বাড়িতেও যান। তাঁদের কাছে, এলাকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানান। 
সূত্রের খবর অনুযায়ী, বিধায়কের আবেদনে তিনি সহমত প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর লেখা কার্ড তাঁর হাতে তুলে দেন তৃণমূল বিধায়ক। এই সময় তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে প্রণাম করতে দেখা যায় বিজেপি নেতাকে। রাতে স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করেন বিধায়ক। সেখানেই রাত্রি বাস করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.