Header Ads

হাইলাকান্দি শহরের ৪নং ওয়ার্ডে নাগরিক সভা সম্পন্ন

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : হাইলাকান্দি শহরের রবিবার বিভিন্ন সমস্যা যেমন, বেহাল রাস্তাঘাট, অনিয়মিত পানীয় জল সরবরাহ, তথা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি নানা রকম সমস্যা নিয়ে শহরের ৪নং ওয়ার্ডের নাগরিকদের সঙ্গে স্থানীয় ব্লু ফ্লাওয়ার স্কুলে এক আলোচনা সভায় বসলেন নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির কর্মকর্তারা।  সভায় উপরোক্ত সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন এবং কিভাবে অতিসত্বর এই সমস্যাগুলোর সমাধান করা যায় তা নিয়েও সরব হোন। তাছাড়া এ জ্বলন্ত সমস্যাগুলোর উপর ভিত্তি করে তারা জলবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও পি ডাব্লিউ ডির কর্মকর্তাদের সঙ্গে দেখা করে অতিসত্বর এই সমস্যাগুলো সমাধানের জন্য আবেদন জানাবেন বলে  মত প্রকাশ করেন। অতিসত্বর এই  সমস্যাগুলোর সমাধান না হলে হাইলাকান্দি শহরের যে ১৬ টি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের নাগরিকদের নিয়ে আগামীতে বৃহত্তর গণআন্দোলনে নামবেন বলে সিদ্ধান্ত নেন। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লু ফ্লাওয়ার স্কুলের কর্ণধার ক্ষীতিশ পাল, নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির সদস্য মানিক চক্রবর্তী, সহসভাপতি প্রেমাংশু শেখর পাল, সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ, কোষাধ্যক্ষ সুশীল পাল সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.