ধারা ৩৭০ বিলুপ্ত হওয়ায় মরাকান্না পাকিস্তানে, ইউএন'র কাছে অভিযোগের করার হুমকি
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভারতের কেন্দ্র সরকার আজ ঐতিহাসিক সিধান্ত নিয়ে ধারা ৩৭০ বিলুপ্ত করে দিয়েছে। বিগত কিছুদিন ধরেই সরকার অ্যাকশন মুডে ছিল এবং সেনার মুভমেন্ট জম্মু-কাশ্মীরে ইঙ্গিত প্রদান করছিল একটা বড়ো কিছু ঘটার। যদিও অনেকে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছিল। তবে শেষমেষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে চমকে দিয়ে ৩৫-এ তো দূর সরাসরি ৩৭০ ধারা বিলুপ্ত করার ঘোষণা করেছেন। ভারতের এই সিদ্ধান্তের ওপর অন্য কোনো দেশের কিছু যাওয়া আসা উচিত নয়।
কারণ কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটা অংশ, আর কাশ্মীর ইস্যু ভারতের ভেতরের মামলা। কিন্তু পাকিস্তান ধারা ৩৭০-এর উপর বিবৃতি দিতে শুরু করেছে। ভারত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ উঠিয়ে দেওয়ায় পাকিস্তান মরাকান্নাও কাঁদছে। আগের পরিস্থিতি হলে এতক্ষণে পাকিস্তান পরমানু হামলার হুমকি দিত। কিন্তু এখন ভারত বদলে গেছে, পাকিস্তানের ওপর একবার সার্জিক্যাল স্ট্রাইক একবার এয়ার স্ট্রাইক করে ক্ষমতা দেখিয়েছে। যার জন্য পাকিস্তান মরাকান্না কাঁদতে শুরু করেছে।
পাকিস্তান ভারতের পদক্ষেপের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রালয় বলেছে, ভারত কাশ্মীর থেকে ৩৭ মুছে দিয়ে যুক্তরাষ্ট্রের নিয়মের উলঙ্ঘন করেছে। পাকিস্তান বলেছে আমরা ভারতের এই সিদ্ধান্ত মানি না। পাকিস্তান বলেছে যে তারা এই ইস্যুকে সংযুক্ত রাষ্ট্রের কাছে নিয়ে যাবে। তবে পাকিস্তান সংযুক্ত রাষ্ট্র-এর কাছে যাক বা অন্য কারোর কাছেই যাক, লাভ কোনোভাবেই হবে না। কারণ কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ অংশ যার উপর বলার অধিকার বাইরের কারোর নেই।
কোন মন্তব্য নেই