Header Ads

সন্ত্ৰাস দমনে ব্যৰ্থ পাকিস্তান, তাই অৰ্থ সাহায্য কাটছাট করল হোয়াইট হাউস

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এমনিতেই বিদেশী ঋণের ভারে অবস্থা খারাপ পাকিস্তানের। তার উপর সন্ত্ৰাস দমনে যথেষ্ট কাজ করতে ব্যৰ্থ হয়েছে পাকিস্তান সেজন্য অনুদান কাটছাট করল আমেরিকা। যার পরিমাণ ৪৪ কোটি মাৰ্কিন ডলার। ভারতীয় মূল্য ১৩০ কোটি ২৪ লক্ষ ৮০ হাজার টাকা। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
এর আগেও একই কারণে গত সেপ্টেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে দু’বার অৰ্থসাহায্য কাটছাট করেছিল পেন্টাগন ও ওয়াশিংটন। বহু বছর ধরে পাকিস্তানকে আৰ্থিক সাহায্য দিচ্ছে ওয়াশিংটন। অথচ মাৰ্কিন প্ৰশাসনের কোনও কথাই রাখেনি ইসলামাবাদ। সেকারণে অনুদানন কমানোর হুঁশিয়ারি আগেই দিয়েছিল ট্ৰাম্প প্ৰশাসন। ইমরান খান যখন আমেরিকা সফরে যান তখনই একথা জানিয়েছিল হোয়াইট হাউস।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.