Header Ads

পান্ডুর গৌড়ীয় মঠে ৫ দিবসীয় ঝুলন উৎসব সম্পন্ন


নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।নগরের পান্ডু স্থিত গৌড়ীয় মঠে পাঁচ দিবসীয় ঝুলন উৎসব সম্পন্ন হয় বৃহস্পতিবার রাখী পূর্ণিমার দিন। ঝুলন উৎসব উপলক্ষে গৌড়ীয় মঠে বিশেষ মঙ্গল আরতি ,কীর্তন, ভাগবত গীতা পাঠ, বৈষ্ণব পদাবলী কীর্তন, গীতা পাঠের ,আয়োজন করা হয় ।এছাড়াও নগর সংকীর্তন ,বক্তৃতা, ঝুলন যাত্রা প্রসঙ্গ আলোচনা ,পদাবলী কীর্তন ,চৈতন্য চরিতামৃত পাঠ ,ধর্মসভা ,ঝুলনের বৈশিষ্ট্য , সনাতন ধর্ম এবং মহাপ্রভুর শিক্ষা,হরিনাম মাহাত্ম আদি আয়োজন করা হয়।

এর সাথে এক সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন  করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়ীয় বেদান্ত সমিতির মহারাজরা।এই উপলক্ষে বিশ্ব শান্তির জন্য বিষ্ণু মহাযজ্ঞর আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.