Header Ads

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানাল আরএসএস

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক সময় সংসদের বাইরে ও ভেতরে ৩৭০ ধারা বিলোপের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন । এই দাবিতে কাশ্মীর গিয়েছিলেন তিনি । স্লোগান তুলেছিলেন, এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধান । তাঁকে গ্রেফতার  করেছিল কাশ্মীর সরকার । সেখানেই বন্দি অবস্থায় মৃত্যু হয় তাঁর ।

                                                       ফাইল ছবি, সৌঃ আন্তর্জাল
জনসঙ্ঘের উত্তরসূরি বিজেপি এবার তাঁদের অন্যতম ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সোমবার পূর্ণ করল সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ।


অটলবিহারী বাজপেয়ীর সরকার কেন্দ্রে  ক্ষমতায় থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে এগোতে পারেনি । নরেন্দ্র মোদি প্রথমবার সরকার গঠন করেও ৩৭০ ধারা বিলোপ নিয়ে বেশি দূর এগোননি। রাজ্যসভায় গরিষ্ঠতা না থাকাটাই বড় কারণ। বরঞ্চ দেখা গিয়েছিল হুরিয়ত নেতৃত্বের কাছাকাছি থাকা মেহবুবা মুফতিকে নিয়ে সরকার গড়তে । যদিও সে সরকার বেশিদিন টেঁকেনি। কিন্তু,  দ্বিতীয় ইনিংস শুরু করেই আর দেরি করেননি মোদি । ৩৭০ ধারা বিলোপে পড়ল শিলমোহর । ঘরে ও বাইরে ৩৭০ ধারা বিলোপের বড় চাপও ছিল মোদির ওপর।


আরএসএস -এর বহুদিনের দাবি পূর্ণ হওয়ায় স্বভাবতই খুশি আরএসএস প্রধান মোহন ভাগবত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ৩৭০ ধারা বিলোপ নিয়ে । মোহন ভাগবত বলেন, জম্মু ও কাশ্মীরের জন্য এটা আবশ্যিক ছিল । দেশের প্রত্যেককে রাজনীতির ঊর্ধে উঠে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.