সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বাতিল ঘোষণার পর বলিউডের সিনেমা প্রদর্শনও পাকিস্তানে বন্ধ করল ইমরান সরকার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ভারত - পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বাতিল করে দিল পাকিস্তান । বৃহস্পতিবার হঠাৎ পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে চরম উৎকন্ঠায় ঘন্টা তিনেক কাটাতে হল সমঝোতা এক্সপ্রেসের ১১০ জন যাত্রীকে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিভ্রান্তি ছড়িয়েছে আকাশ সীমা নিয়েও।
বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বাতিল ঘোষণা করে দিয়ে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, যতদিন তিনি রেলমন্ত্রী থাকবেন, ততদিন আর সমঝোতা এক্সপ্রেস চলতে দেবেন না ।
রশিদের ঘোষণা চলার সময় একটি ট্রেন লাহোর থেকে ভারতে আসছিল । কিন্তু, ওয়াঘা সীমান্তে ট্রেনটি আসার পর পাকিস্তানের ট্রেনচালক , গার্ড ও ট্রেনের অন্যান্য কর্মীরা ট্রেন নিয়ে ভারতে ঢুকতে রাজি হননি । পরে ভারতীয় ট্রেনচালক , গার্ড ও অন্যান্য কর্মীরা গিয়ে ট্রেনটিকে আটারি অবধি নিয়ে আসেন।
কোন মন্তব্য নেই