Header Ads

শ্রীনগর বিমানবন্দর থেকে ফের দিল্লি ফেরত পাঠানো হল গোলাম নবি আজাদকে

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কংগ্রেসের কাশ্মীরি মুখ,  রাজ্যসভা সাংসদ ও জম্মু  কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবি আজাদ বৃহস্পতিবার  শ্রীনগরে পৌঁছুলে, তাঁকে বিমানবন্দরের বাইরেই বেরোতে দেওয়া হয়নি। বিমানবন্দরে কিছুক্ষণ বসে থাকার পর ফের তিনি দিল্লি ফিরে যান। গোলাম নবি কাশ্মীরে পা রাখলে উত্তেজনা  ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।



৩৭০ ধারা বিলোপ নিয়ে কয়েকদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন কাশ্মীরি নেতা গোলাম নবি । কেন্দ্রকরে বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র  সংবিধানকে খুন করল । একই সঙ্গে দেশের গণতন্ত্রকেও হত্যা করল ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও রেয়াত করেননি গোলাম নবি । রাস্তায় দাঁড়িয়ে আম কাশ্মীরির সঙ্গে অজিত ডোভালের খাওয়া নিয়েও কটাক্ষ করে গোলাম নবির মন্তব্য, পয়সা দিয়ে এমন অনেক কিছুই করা যায় ।

৩৭০ ধারা বিলোপ  নিয়ে কংগ্রেস নেতাদের অবস্থান ভিন্ন ভিন্ন । কিছু সংখ্যক শীর্ষ কংগ্রেস নেতা সরাসরি সমর্থন  করছেন ৩৭০ ধারা বিলোপকে, বিজেপির অবস্থানকে  সরাসরি  সমর্থন করেছেন । এতে কংগ্রেসের ছন্নছাড়া অবস্থাই প্রকট হয়ে উঠেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.