Header Ads

পাকিস্তানের হুমকির প্রেক্ষিতে গুয়াহাটি বিমানবন্দরে লাল সংকেত জারি, এবারও তিন দিন ধরে স্বাধীনতা দিবস উদযাপন, ব্যাপক সতর্কতা পুলিশের

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং জম্মু কাশ্মীরকে বিভাজন করে লাদাখ ও জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রীয় শাসিত প্রদেশ হিসাবে ঘোষণা করার পর পাকিস্তান ভারতকে হুমকি দিয়েছে, সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুয়াহাটি সহ দেশের ১৯ টি বিমানবন্দরে লাল সঙ্কেত জারি করেছে। ১৫ আগস্ট ৭৩ তম স্বাধীনতা দিবস এবারও তিন দিন ধরে দিবসটি উদযাপন করা হবে, এছাড়া আগামী ৩১ আগস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে, সুপ্রিমকোর্ট আজ সেকথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে। 

 প্রতীকী ছবি, সৌঃ আন্তর্জাল
অপরদিকে স্বাধীনতা দিবস বানচাল করার  আলফার আলোচনা বিরোধী গোষ্ঠীর হুমকি, এই সব নিয়ে অসম পুলিশের ঘুম ছুটে গেছে। ডিজিপি কুলধর শইকিয়া আগেই জানিয়ে দিয়েছেন, রাজ্য পুলিশ যেকোনও পরিস্থিতি মোকাবিলা  করার জন্যে প্রস্তুত। আজ গুয়াহাটি পুলিশ কমিশনার দীপক শর্মা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা লাগু করা হয়েছে। উজান অসমের ডিব্রুগড় সহ কয়েকটি এলাকা থেকে ৭ জন আলফার লিংকম্যানকে গ্রেফতার করা হয়েছে। দীপক শর্মা জানান বিমানবন্দর, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান খানাপাড়া ময়দানে কেন্দ্রীয় ভাবে স্বাধীনতা দিবস পালন করা হবে ৯টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। 

১৫ জুলাই থেকেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কামরূপ জেলার ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু আজ তিন দিন ব্যাপী স্বাধীনতা দিবস পালনের কথা জানান। ১৩ আগস্ট থেকে দিবসটি উদযাপন করা হবে। বিদ্যালয়, কলেজে   আলোচনা সভা, কুইজ, প্রভৃতির ব্যবস্থা করা হবে, সিনেমা হল গুলিতে দেশাত্ববোধক সিনেমা দেখানোর ব্যবস্থা থাকবে। রাজ্য পুলিশ জানিয়েছে পাক হুমকির প্রেক্ষিতে আসাম  বাংলাদেশের সীমান্ত কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.