জম্মু ও কাশ্মীরে শাপমোচন হল, শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পাবে, মেয়েরা স্বাধীন হল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ
প্রায় ৭০ বছর পর দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক মনোরম রাজ্য জম্মু ও কাশ্মীরে পাপ মুক্তি হল। ভারতে থেকেও ভারত নয়, সব কিছুই আলাদা, ভারতের এক পরিবারের ইচ্ছার ওপর নিভর করে এক বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্যে ৩৭০ এর মত আইন এবং ৩৫ এ ধারা লাগু করে সেই গোষ্ঠীর হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাধরদের হাতে প্রাণ দিতে হয়েছিল বাঙালির প্রিয় নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাঁর আত্মা আজ শান্তি পাবে। আজ থেকে জম্মু- কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে পরি গণিত হবে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
জম্মু- কাশ্মীরের বিধানসভার কার্যকাল ছিল ৬ বছর এখন হবে ৫ বছর, লাদাখে বিধানসভা থাকবে না। দুই কেন্দ্র শাসিত রাজ্যে গভর্নর থাকবে না, লেফটেনেন্ট গভর্নর থাকবে দেশের রাষ্ট্রপতির অধিনে থাকবে দুই রাজ্য। আইন দুটি বাতিল হওয়াতে এই দুই রাজ্যের বাইরের নাগরিক দুই কেন্দ্র শাসিত অঞ্চলে জমি কিনতে পারবে, বিক্রি করতে পারবে, মেয়েরা বাইরের রাজ্যে বিয়ে করতে পারবে, সেই অধিকার ছিল না। মেয়েরা এখন স্বাধীন হল, নিজস্ব সংবিধান, নিজস্ব পতাকা, আর থাকবে না। রেশনের খাদ্য, থেকে শুরু করে বহু ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হত, সেই সব সুযোগ নিয়ে সেখানকার ভারত বিরোধীরা ব্যাপক হারে সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হয়েছিল, তার পুরো সুযোগ গ্রহণ করেছিল শত্রুদেশ পাকিস্তান, তাদের নাশকতা কার্যকলাপ কোনও দিন বন্ধ হয়নি। বিদেশ থেকে কোটি কোটি টাকা আসতো, তা এবার বন্ধ হবে। সংসদে বিলটি পাশ করানোর মাত্র ঘণ্টা খানেক বাদেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে স্বাক্ষর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঐতিহাসিক ঘোষণার পর দেশ জুড়ে খুশির বন্যা লক্ষ্য করা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দিল্লি সহ দেশের অধিকাংশ রাজ্যে এডভাইসরি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা অবনতি হলে কঠোর ব্যবস্থা নেবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু- কাশ্মীরে ইন্টারনেট, মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার অতিরিক্ত ৮০০০ আধসেনাকে বিমানে পাঠানো হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মঙ্গলবার কাশ্মীর যাবেন। ৭ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যে জম্মু-কাশ্মীরে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাকে অবমাননা করা হয় পোড়ানো হয়, এবার স্বাধীনতা দিবসে জম্মু -কাশ্মীরের রাজধানী শ্রীনগরের লাল চকে প্রধানমন্ত্রী ভারতের জাতীয় পতাকা তুলবেন, এতদিন কাশ্মীরে তে রঙা জাতীয় পতাকার কোনো মর্যাদা ছিল না।
কোন মন্তব্য নেই