Header Ads

কাশ্মীরে যাতে ৩৭০ ধারা বাতিল না হয় তার জন্য কুটনৈতিক পথে চেষ্টা করবে পাকিস্তান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করার কিছুক্ষণ পরই তার প্ৰতিবাদ করে পাকিস্তান। ওয়াশিংটন পোস্ট সংবাদপত্ৰের খবর মতে, পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ভারতের রাষ্ট্ৰপতির এই নিৰ্দেশ যাতে কার্যকরী না হয়, তার জন্য কূটনৈতিক পথে চেষ্টা করা হবে।
                                                               ছবি, সৌঃ এএনআই

কুরেশি এক বিবৃতিতে বলেছেন- সোমবার কাশ্মীর নিয়ে ভারত সরকার যা ঘোষণা করেছে তার নিন্দা করা হচ্ছে। সারা বিশ্বে কাশ্মীরকে বিতৰ্কিত অঞ্চল বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত সরকারের একতরফা কোনও পদক্ষেপ তার বিতৰ্কিত চরিত্ৰকে বদলে ফেলতে পারে না। পাকিস্তান এই বেআইনি কাজ ঠেকাতে সব রকম চেষ্টা করবে।
এদিকে এদিন রাজ্যসভায় কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের ঘোষণার পর রাজ্যসভা থেকে বেরিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন প্ৰবীণ কংগ্ৰেস নেতা তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী পি চিদন্বরম। তিনি বলেন- এখন থেকেই শুরু হয়ে গেল ভারতের ভাঙন। রাজসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন- হত্যা করা হল সংবিধানকে। জম্মু ও কাশ্মীরের দুই প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মোহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা গৃহবন্দি থাকার কারণে আসতে পারেননি মিডিয়ার সামনে। কিন্তু টুইটারে তাঁরা মোদি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকারকে তীব্ৰ আক্ৰমণ করেন।

এদিন মোদি সরকার এবং তার নীতিকে সবচেয়ে কড়া ভাষায় আক্ৰমণ করেছেন পি চিদম্বরম। ডেরেক ও’ব্ৰায়েনদের পাশে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্ৰাক্তন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী পি চিদাম্বরম। তিনি বলেন- ‘এটা যদি জম্মু ও কাশ্মীরের সঙ্গে করা যায় তাহলে দেশের অন্য রাজ্যগুলোর প্ৰত্যেকটার সঙ্গেই করা যেতে পারে।’ সবচেয়ে কড়া মন্তব্যটি হল -‘ এই সরকার যদি এই পথেই এগোতে থাকে, তা হলে এখন থেকেই ভারতের ভাঙন শুরু হয়ে গেল।’
ভারত সরকারের এই সিদ্ধান্তের সুদূরপ্ৰসারী এবং বিপজ্জনক ফলাফল হবে এদিন উপত্যকার প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ওমর আবদুল্লা এদিন টুইটে হুঁশিয়ারি দিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.