নরেন্দ্র মোদিও ধরনায় বসেছিলেন ৩৭০ ধারা বিলোপের দাবিতে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা নরেন্দ্র দামোদরদাস মোদি আজ ভারতের প্রধানমন্ত্রী । ৩৭০ ধারা বিলোপের দাবিতে এই নরেন্দ্র মোদিই একসময় ধরনায় বসেছিলেন । সেই সময় ধরনায় বসা নরেন্দ্র মোদির একটি পুরনো সাদা কালো ছবি ট্যুইট করলেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধব।
রাম মাধব মোদির ছবি ট্যুইট করে লেখেন, প্রতিশ্রুতি পূরণ হল। আজকের দিনটি গৌরবের দিন । সাত দশক ধরে দেশের মানুষ যা চাইছিল, তা আজ বাস্তবে রূপ পেল।
ট্যুইটে রাম মাধব আরো বলেন, ৩৭০ ধারার বিলুপ্তি তাঁদের মতাদর্শগত অবস্থান। এটা বাস্তবায়িত হওয়াটা ইতিহাস সৃষ্টি করল।
কোন মন্তব্য নেই