Header Ads

ভয়াবহ বন্যায় উত্তরাখন্ডের উত্তরকাশীতে ভেসে গেল ২০টি বাড়ি, নিখোঁজ অন্ততপক্ষে ১৮ জন

নয়া ঠাহর প্রতিবেদন : লাগাতার বৃষ্টির ফলে ক্রমশই বাড়ছিল উত্তরাখন্ডের টনস নদীর জল। জল বইছিল বিপদসীমার উপর দিয়ে। রবিবার ফের বৃষ্টি শুরু হতেই নদীর পার ভেঙে জল ঢুকে পড়ে উত্তরকাশীতে। হঠাৎ নদীর পার ভেঙে জল ঢুকে পড়ায় ভেসে যায় ২০টি বাড়ি। নিখোঁজ হন ১৮ জন । নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হাইঅ্যালার্ট জারি করেছে উত্তরাখন্ডের প্রশাসন । উদ্ধারকারী দল জোরদার উদ্ধার কাজ শুরু করেছে ।
গঙ্গোত্রী হাইওয়ের একাংশ ভেঙে পড়েছে । যার ফলে ব্যাহত হয়েছে যান চলাচল । উত্তরকাশী ছাড়াও ভারি বৃষ্টির  প্রভাব পড়েছে চামোলি, পিথোরগড়, পাউরি, দেরাদুন ও নৈনিতালে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.