Header Ads

অকালে চোখ বুজলেন ভারতীয় টেলিভিশন জগতের পরিচিত সঞ্চালিকা নীলম শৰ্মা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অকালে চলে গেলেন ভারতীয় টেলিভিশন জগতের পরিচিত সঞ্চালিকা নীলম শৰ্মা। সরকারি সমম্প্ৰচার মাধ্যম দূরদৰ্শনের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। ক্যান্সারে ভুগছিলেন তিনি। বহু লড়াইয়ের পর অবশেষে এই রোগের সঙ্গে হার মানতে হল মাত্ৰ ৫০ বছর বয়সে। অসুস্থ নীলম ভৰ্তি ছিলেন নয়ডার একটি হাসপাতালে। 

 ছবি, সৌঃ আন্তর্জাল
তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেনশনে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না । অকালপ্ৰয়াণে রেখে গেলেন স্বামী, ১৫ বছরের একমাত্ৰ ছেলে এবং অসংখ্য গুণমুগ্ধকে। তাঁর মৃত্যুতে দূরদৰ্শনের নিউজের তরফে ট্যুইটারে শোকপ্ৰকাশ করা হয়। পাশাপাশি, তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়া ভরে গিয়েছে শোকবাৰ্তায়। প্ৰসার ভারতীর সিইও শশী শেখর নীলমের পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছেন। সংস্থার চেয়ারম্যান এ সূৰ্য প্ৰকাশ ট্যুইট করেছেন-‘আমরা আমাদের ‘তেজস্বিনীকে’ হারালাম।’ ১৯৯৫ সালে দূরদৰ্শনের সঙ্গে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। এরপর একের পর এক দুৰ্দান্ত অনুষ্ঠান উপহার দিয়ে গেছেনন দৰ্শকদের। ‘তেজস্বিনী’ ‘বড়ি চৰ্চা’ ছিল তাঁর জনপ্ৰিয় অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। গত বছর ৮ মাৰ্চ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ তাঁকে নারীশক্তি সম্মানে সম্মানিত করেন। ‘নারীশক্তি’ পুরস্কার মহিলাদের উপলব্ধি ও যোগদানের বিশেষ গুরুত্ব হিসেবে সৰ্বোচ্চ নাগরিক পুরস্কার।

No comments

Powered by Blogger.