গুয়াহাটি প্রেস ক্লাবে বিশিষ্ট চলচিত্র নির্মাতা ও চিত্র সাংবাদিক অরূপ মান্নাকে সম্বর্ধনা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে সোমবার অসম ফটো সাংবাদিক সংস্থার উদ্যেগে পালন করা হয় বিশ্ব আলোক চিত্র দিবস। এই উপলক্ষে গুয়াহাটি প্রেসক্লাবে এক বিশেষ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও চিত্র সাংবাদিক অরূপ মান্না কে এই অনুষ্ঠানে অসম ফটো সাংবাদিক সংস্থা সম্বর্ধনা জ্ঞাপন করে।
এর সাথে সংগতি রেখে গুয়াহাটি প্রেস ক্লাবে এক আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।এই প্রদর্শনীতে মোট ২০ জন চিত্র সাংবাদিকের ৫৬ টি আলোকচিত্র প্রদর্শন করা হয়।এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডঃ অমরজ্যোতি চৌধুরী ,সম্মানীয় অতিথি হিসেবে বিশিষ্ট ভাস্কর শিল্পী বীরেন সিংহ,জলসম্পদ মন্ত্রী কেশব মোহন্ত ও কামরূপ মহানগর জেলা উপযুক্ত বিশ্বজিৎ পেগু উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই