Header Ads

ফের তোপ মমতাকে, তৃণমূলের কায়দায় এগোচ্ছে বিজেপি, বললেন অধীর

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বাংলায় বিজেপির বাড়-বাড়ন্তের জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্যই বিজেপির প্রতি রাজ্যের মানুষের আস্থা বেড়েছে। তাঁর দাবি, রাজ্যে তৃণমূলের কায়দায় এগিয়ে চলেছে বিজেপিও।
কংগ্রেস ও বামেদের শক্তি ক্ষয়েও রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রথমে বাম ও কংগ্রেসকে ভাঙিয়েছেন তৃণমূল নেত্রী। এখন বিজেপি ভাঙাচ্ছে তৃণমূলকে। অধীর চৌধুরী বলেছেন, রাজ্যে বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে মেনে নিয়েছে রাজ্যবাসী। তৃণমূল নেত্রী রাজ্যকে বিরোধী শূন্য করতে গিয়েছিলেন। সেই ফাঁকা জায়গা দখল করে নিয়েছে বিজেপি। 
১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির আঁতাত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কংগ্রেস ছেড়েছিলেন। কারণ হিসেবে বলেছিলেন সিপিএম-এর সঙ্গে কংগ্রেসের আঁতাতের কারণেই দলত্যাগ। সেই প্রসঙ্গে অধীর বলেছিলেন, ১৯৯৮ সালে বহরমপুর থেকে বিজেপি ও তৃণমূলের যৌথ প্রার্থী ছিলেন কর্নেল সব্যসাচী বাগচি। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রী মুখে এই কারণেই আদর্শের রাজনীতির কথা শোভা পায় না। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নাম না করে আদর্শের রাজনীতির কথা বলেছিলেন। পাল্টা অধীর চৌধুরী বলেছেন, বাংলায় বিজেপির উত্থানে মমতাই দায়ী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.