Header Ads

দক্ষিণ থেকে পশ্চিম ভারতে বন্যায় এখন পর্যন্ত ১৮৩ জন লোকের মৃত্যু



নয়া ঠাহর প্রতিবেদন ।কেরল,মহারাষ্ট্র, কর্ণাটক,বিহার,মধ্য প্রদেশ বন্যার কবলে।পাঁচ রাজ্যে বন্যার তান্ডবে স্তব্ধ জনজীবন। কর্ণাটক, মহারাষ্ট্র ,গুজরাটে বন্যায়  ১০০ জন লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।কেরলে মৃত্যু হয়েছে ৭২ জন লোকের।২.৫ লাখের বেশী লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।দক্ষিণ ভারতের সমস্ত নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে।



কর্নাটকে ৪০জন লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে আর ৪লাখ লোক প্রভাবিত হয়েছে।মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে দেশের অর্ধেক ভাগ।ওদিকে বিহারের উত্তরী ভাগের সমস্ত জেলা বন্যার কবলে।রাজ্যে এখন পর্যন্ত ২৫জন লোকের মৃত্যু হয়েছে।মধ্য প্রদেশে মৃত্যু হয়েছে ৩২জন লোকের।শহরের  রাস্তা ঘাট,শপিং মল,রেললাইন  সমস্তই জলে ভর্তি হয়ে রয়েছে।কয়েকটি রাজ্যে ভূস্খলনে অনেক লোকের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.