Header Ads

সি জিনপিংকে হংকংয়ের প্রতিবাদকারীদের সঙ্গে সাক্ষাতের আহ্বান ট্রাম্পের

নয়া ঠাহর প্রতিবেদন : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে চিনের রাষ্ট্রপতি সি জিনপিংকে হংকংয়ের বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাত করার আহ্বান জানিয়েছেন।মার্কিন বিদেশ দফতর হংকং সীমান্তে চিনের আধা সামরিক  বাহিনীর মহড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে আশঙ্কা প্রকাশ করেছে যে এই পদক্ষেপের ফলে হংকংয়ের গণতন্ত্র প্রেমিক মানুষের বিক্ষোভের বিরুদ্ধে চিন ব্যবস্থা নিতে পারে ।আমেরিকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লিউ শিয়াও মিং জানিয়েছেন, হংকংয়ের বিক্ষোভে সন্ত্রাসবাদের লক্ষণ দেখা যাচ্ছে। অবস্থা আরো খারাপ হলে তাঁরা শক্তি প্রয়োগ করবেন।
সন্দেহভাজন অপরাধি প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে গত মার্চে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকে থামাতে হংকংয়ের চিনাপন্থী প্রধান কার্যনির্বাহী ক্যারি লাম বিলটি স্থগিত করেছিলেন । কিন্তু বিক্ষোভকারীরা তাতে আশ্বস্ত হয়নি। তাঁদের দাবি ছিল বিলটি পুরোপুরি বাতিল করতে হবে। বর্তমানে বিক্ষোভ থেকে পূর্ণ গণতন্ত্র চালুর দাবি উঠছে। চিন সরকার এই বিক্ষোভকে 'সন্ত্রাসের মতো হামলা' বলে ব্যাখ্যা করেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.