Header Ads

প্রাগজ্যোতিষ ও রাধা গোবিন্দ বড়ুয়া কলেজে বাংলা বিভাগের সমঝোতা চুক্তিতে স্বাক্ষর




নয়া ঠহর প্রতিবেদন ,গুয়াহাটি।নগরের প্রথম সারির কলেজ প্রাগজ্যোতিষ কলেজের বাংলা বিভাগ ও স্থানীয় রাধা গোবিন্দ বড়ুয়া কলেজের বাংলা বিভাগের সঙ্গে শুক্রবার এক শৈক্ষিক চুক্তিতে আবদ্ধ হয়ে এতদঞ্চলের বিদ্যা চর্চার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে  ।এই চুক্তিটি(এমওইউ)ইউজিসি ও নাক (এনএএসি) অনুমেদিত শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আদানপ্রদানের কর্মসূচি অনুযায়ী তৈরী করা হয়েছে। এছাড়াও অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠানও তারা যৌথভাবে পালন করার প্রতিশ্রুতি একে অপরকে দিয়েছেন ।শুধু গুয়াহাটি নয় ,দুটি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের মাঝে  এ ধরনের শিক্ষায়তনিক সমঝোতা চুক্তি সমগ্র আসামে এটাই প্রথম ।



প্রসঙ্গত বলা যায় প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়ে এ বছর থেকে শুরু হচ্ছে আইডলের(এমএ) বাংলার পঠন কেন্দ্র। এখন থেকে ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই মহাবিদ্যালয়ের পঠন কেন্দ্র থেকে বাংলায় এমএ করার জন্য নাম ভর্তি করতে পারবে। আশা করা যায় যে এই মহা বিদ্যালয়ের  বাংলা বিভাগ আগামী দিনে এই অঞ্চলে বাংলা চর্চার ক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.